জগন্নাথপুরে দোকান কর্মচারীর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৬, ১১:৪৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজার এলাকায় দোকান কর্মচারী ইউসুফ মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ইউসুফ ছাতক উপজেলার আসামপুর গ্রামের হালিম মিয়ার পুত্র। শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
জানা যায়- ইউসুফ ও তার বড় ভাই ফয়েজ মিয়া দীর্ঘদিন যাবত স্থানীয় জগন্নাথপুর বাজারস্থ রিচমুন কনফেকশনারী নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শুক্রবার সন্ধ্যায় কর্মচারীদের জন্য সংরক্ষিত থাকার ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন তিনি। তার আত্মহত্যার পেছনে কি কারণ থাকতে পারে তা জানা সম্ভব হয়নি।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক(এসআই) আশরাফুল ইসলাম ও আব্দুস সালাম মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যান।