জনসাধারণের চলাচলের জন্য নিজের দেওয়াল ভেঙ্গে দিলেন আরিফ পত্নী শামা হক
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৬, ৮:২৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ জনসাধারণের চলাচলের সুবিধার জন্য নিজের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন কারান্তরীন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র (সাময়িক বহিষ্কৃত) আরিফুল হক চৌধুরীর স্ত্রী শামা হক।
আজ মঙ্গলবার সকালে কুমারপাড়া-ঝেরঝেরি পাড়া সড়ক প্রশস্ত করার কাজ শুরু হয়। এ সময় সবার আগে নিজের দেওয়াল ভেঙ্গে সড়ক প্রশস্ত করার কাজে এলাকার সকলের সহযোগিতা কামনা করেন শামা হক।
এ সময় তিনি বলেন, কারাগারে থেকেও আরিফ সব সময় নগরবাসীর কথা চিন্তা করেন। তাই নগরবাসীর চলাচলের জন্য তাদের বাড়ির দেওয়াল ভেঙ্গে দিলেন। তিনি বলেন, এই সড়কটি প্রশস্ত হলে এলাকার লোকজন যাতায়াতে আর অসুবিধা হবেনা। এভাবে সকলে যেন সড়ক প্রশস্ত করার কাজে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করেন। শামা হক বলেন, আরিফুল হক জেলে থেকে সকলের দোয়া চেয়েছেন। তার জন্য সকলে দোয়া করবেন তিনি যেন আবার ফিরে এসে নগরবাসীর সহযোগিতা করতে পারেন।
সিলেট সিটি কর্পোরেশনের ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমান উজ্জল জানান, রাস্তা প্রশস্তকরণ কাজে আরিফুল হক চৌধুরীর পরিবার যেভাবে স্বত:ফূর্তভাবে এগিয়ে এসেছেন তা দেখে এলাকার অন্যান্যরাও উৎসাহিত হবেন।
তিনি জানান, প্রায় ৮৩ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বর্তমানে রাস্তাটির প্রশস্ততা ১৪ ফুট আছে জানিয়ে এবিএম জিল্লুর রহমান উজ্জল জানান, রাস্তাটি প্রশস্ত হওয়ার পর ১৭ ফুটে উন্নীত হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে দুটি গাড়ি অনায়াসে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে।
সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখা জানায়, রাস্তা প্রশস্ত করার পর দেয়াল নির্মাণের পাশাপাশি এই প্রকল্পের আওতায় রাস্তাও সংস্কার করা হবে। আগামী দুই মাসের মধ্যেই এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, কুমারপাড়ার মুরব্বী আব্দুল কাইয়ুম, হাজ্বী আবুল হোসেন হুমায়ুন, লুৎফুর রহমান, আব্দুল মান্নান দোলাল, সামস নওশাদ, সিটি কর্পোরেশনের উপ সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুস সুবহান, আব্দুল মুকিত, খলিল উল্লাহ, ঠিকাদার কামাল আহমদসহ আরও অনেকে।