সিলেটের সুরমা নদীর শাহজালাল ব্রিজ ধসে পড়ার আশংকা
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৬, ১১:১৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ধসে পড়ার আশংকায় সিলেটের সুরমা নদীর শাহজালাল ব্রিজ। ভারী যানবাহন চলাচলের জন্য নির্মিত ব্রিজটি ধ্বসে পড়তে পারে বে-আইনী নদী খননের কারণেই। মাটি খাদক একটি মহল গত একসপ্তাহ ধরে এ ব্রীজ এলাকায় ড্রেজার নামক দানবীয় যন্ত্রবসিয়ে অবাধে বালু ও মাটি উত্তোলন করে চলেছে। প্রশাসনের নাকের ডগায় ধ্বংসাত্মক কাজটি চালিয়ে গেলেও দেখার কেউ নেই।
সিলেটের জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সুরমা নদীতে সরকারের লিজ দেয়া কয়েকটি বালুমহাল থাকলেও গুরুত্বপূর্ণ স্থাপনার ক্ষতিকারক স্থানে বালু উত্তোলনের সরকারি কোন অনুমতি নেই। সিলেট নগরীর সুরমার নদীর শাহজালাল ব্রীজসহ নগর এলাকায় ইজারাযোগ্য কোন বালুমহালও নেই। কিন্তু একশ্রেণীর বালুখাদকরা শাহজালাল ব্রীজসহ নগর এলাকাকেও বাদ দিচ্ছে না। তারা গত এক সপ্তাহ ধরে শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে দেদারছে ওই এলাকা থেকে বালু-মাটি উত্তোলন করে চলেছে। বালু উত্তোলনের কারণে শাহজালালাল ব্রীজের খুটিগুলোর (পায়ার) আশপাশ এলাকা গভীর হয়ে মাটি ধসে একসময় ব্রীজটিও ধ্বসে পড়তে পারে বলে আশংকা করছেন সচেতন নাগরিকবৃন্দ। তাই এ ব্যাপারে ত্বরিৎ ব্যবস্থা নিতে সচেতন নগরবাসী সরকার ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করছেন।