বড়লেখায় কিশোরী মেয়ের বিয়ে দিয়ে বাবা ও কাজী জেলে
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৬, ৯:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের বড়লেখায় বাল্যবিবাহ আয়োজনের অপরাধে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত কনের বাবা আব্দুল মালিককে (৬০) ১ মাস ও নিকাহ রেজিষ্ট্রার কাজী রফিক উদ্দিনকে (৪৪) ৫ দিনের কারাদণ্ড প্রদান করেছেন। কিশোরীর বাড়ি উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর গ্রামে।
ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছার আগেই কনেকে নিয়ে বর সাইফুর রহমান জুড়ী উপজেলার বেলাগাঁওয়ের নিজ বাড়িতে চলে যান।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ অক্টোবর) উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের আব্দুল মালিক তার কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করেন জুড়ী উপজেলার বেলাগাঁওয়ের বাসিন্দা বাজিত আলীর পুত্র সাইফুর রহমানের সাথে। জাল জন্মনিবন্ধন সনদে বাল্য বিয়েটি রেজিষ্ট্রেশন করেন দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের নিকাহ রেজিষ্ট্রার কাজী রফিক উদ্দিন।
স্থানীয়ভাবে কিশোরীর বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমির বিশ্বাস পুলিশ নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই কনেকে নিয়ে বর সাইফুর রহমান জুড়ী উপজেলার বেলাগাঁওয়ের নিজ বাড়িতে চলে যান। পরে বাবা ও কাজীকে আটক করে ভ্রাম্যমান আদালত চালিয়ে বাল্যবিয়ে নিরোধ আইনের বিশেষ ধারা ১৯২৯ এর ৬ ধারা মতে কনের বাবা আব্দুল মালিককে ১ মাসের ও ১৯২৯ এর ৫ ধারা কাজী রফিক উদ্দিনকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সমির বিশ্বাস জানান, ঘটনাস্থলে পৌঁছার আগেই কনেকে নিয়ে বর চলে যান। তবে কনের বাড়িতে উপস্থিত কাজী ও মেয়ের বাবাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।