সিলেটে খাদিজার বান্ধবীকে হুমকি, একজন আটক
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৬, ১২:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট এমসি কলেজে ছাত্রলীগ নেতার হামলায় আহত সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে আহতের ঘটনায় প্রতিবাদে চলমান আন্দোলনরত একজনকে হুমকি প্রদানের অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট সদর উপজেলার শিবেরবাজার থেকে জসিম উদ্দিন (১৪) নামের এই কিশোরকে আটক করে পুলিশ।
সিলেট কোতোয়ালি পুলিশসূত্র জানিয়েছে, খাদিজার বান্ধবী ও মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা নাহিদ সুলতানাকে মোবাইল ফোনে হুমকি প্রদানের অভিযোগে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছিল।
এরই প্রেক্ষিতে শুক্রবার রাতে জসিমকে জালালাবাদ থানার শিবের বাজার থেকে আটক করা হয়।
খাদিজার উপর হামলাকারীর বিচার দাবিতে চলমান আন্দোলনে সুলতানা সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুহেল আহমদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।