আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক
প্রকাশিত হয়েছে : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- দেশ জাতির চরম ক্রান্তি লগ্নে মহান মুক্তিযুুদ্ধের অনত্যম অগ্র সেনানী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর আ স ম হান্নান শাহ’র ইন্তেকালে জাতি একজন যোগ্য অভিভাবককে হারালো। যা সহজে পুরন হবার নয়।
এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।