ওসমানীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৬, ১০:১১ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় এক মোটররসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই জন। সোমবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মোটরসাইকেল চালক রুনু আহমদ (২৫) এর মৃত্যু হয়। সে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের আলীপুর গ্রামের নানু মিয়ার পুত্র। আহতরা হচ্ছেন মোটররসাইকেল আরোহী উপজেলার মঙ্গলপুর গ্রামের হাফিজ আব্দুল মাজিদের পুত্র জাকারিয়া (২২), মৌলভীবাজার উপজেলার সরকারবাজার এলাকার বাসিন্দা সেলুন কর্মচারী অমৃত নাথ (২৫)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনাকবলিত বাস ও মোটররসাইকেল আটক করেছে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বিকালে মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদীপুর এলাকায় ঢাকাগামী সুরমা পরিবহনের একটি বাস ও গোয়ালাবাজারগামী মোটর সাইকেলের মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই আরোহী ঘটনাস্থলে মারাত্বক আহত হন। তাৎক্ষনিক তাদের হাসাপাতালে নিয়ে গেলে আহতদের মধ্যে মোটররসাইকেল চালক মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি দুটি আটক করে থানায় নিয়ে আসে।