মানচেষ্টার ডার্বিতে সিটির জয়:গার্দিওলার কাছে মরিনহোর আবারো পরাজয়
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৬, ২:৩৯ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃ মুখে বড় বড় কথা না বলে মরিনহো মাঠে দেখালে বরং ভালোই হতো মন্তব্য ধারা ভাষ্যকারদের। মরিনহোর সাথে মুখোমুখি লড়াইটা গার্দিওলা একপেশে করে ফেলেছেন। ১৯ বারে ৮ বার জয় পেয়েছেন গার্দিওলা। আক্রমনাত্মক সিটির বিপক্ষে শুরুতেই খেই হারিয়ে ফেলে ইউনাইটেড। নিজেদের ঘরের মাঠে খেললেও সুবিধা করতে পারেনি তারা। সিটির আক্রমন রুখতে তাদের স্ট্রাইকাররাও ছিলেন ব্যস্থ। ম্যাচের ১৫ মিনিটে মরিনহোরই বাতিলের খাতায় চলে যাওয়া কেভিন ডি ব্রুনেই গোল করে দলকে এগিয়ে দেন। ৩৬ মিনিটে দলের তরুন স্ট্রাইকার ইহেনাচোর গোল ওল্ড ট্রাফোর্ডের ৭৫ হাজার দর্শকদের চেঁচামেচি বন্ধ করে দেয়। এর ৬ মিনিট পরেই সিটির নতুন গোলকিপার ক্লদিও ব্রাভোর ভুলে ইব্রাহিমোভিচ গোল করে ম্যাচে কিছুটা প্রান ফেরান। বিরতির পর সমতা ফেরাতে মরিয়া মরিনহোর শিষ্যরা একের পর এক আক্রমন শানায় সিটির ডি বক্সে। সিটির ডিফেন্ডার অতামেন্ডি ও স্টোন্সের দক্ষতায় তা সহজেই রুখে দেয়। ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার জিতেন কেভিন ডি ব্রুনেই। নিজে গোল করেন এবং অপরটিতে অবদানের জন্য সেরা পারফরমার হন সিটির সবচেয়ে দামী এই ফুটবলার। দিনের অপর খেলায় জয় পেয়েছে আর্সেনাল,টটেনহ্যাম,লিভারপুল,ক্রিস্টাল প্যালেস ব্রোনমাউথ, উয়াটফোর্ড অপর খেলাটি বার্নলি ও হাল সিটির মধ্য ড্র হয়েছে।