বাহুবলে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৯ সেপ্টেম্বর ২০১৬, ৪:১৯ অপরাহ্ণ
বাহুবল প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার মিরপুর বাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত সুজন সরকার (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট ওসামনি মেডিকেল কলেজ হাসাপাতালে সে মারা যায়। সুজন সরকার উপজেলার পশ্চিম জয়পুর গামের ইব্রাহিম ওরফে ঠাণ্ডা মিয়ার ছেলে। বাহুবল মডেল থানার ওসি মোল্লা মনির হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার মিরপুর বাজারে জয়পুর ও চারগাঁও গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ শতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ৪শ’ জনকে আসামি করে মামলা করে।