জামালগঞ্জে সরকারী চাউলসহ ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১:৩৭ অপরাহ্ণ
জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারী খাদ্য অধিদপ্তরের সীলমোহরকৃত ১৪৪ বস্তা চাউল আটক করা হয়েছে। রোববার (০৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাচনা বাজারের সিএনবি রোডে একটি ট্রাকে এই চাল লোডিং হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা এই চাল আটক করে নিয়ে আসেন। চালের মালিক উপজেলার উত্তর কামলাবাজ গ্রামের বাদশা মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে চাল ব্যবসায়ী বাদশা মিয়াকে আসামী করে ইউএনও অফিসের সিদ্ধার্থ তালুকদার বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাল ও ব্যবসায়ী বাদশা মিয়াকে আটক করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করার হয়েছে।