হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত
প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ২:০৫ অপরাহ্ণ

প্রতীকী ছবি
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবল উপজেলায় গ্রামের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। এতে আরো অন্তত ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শ্যামপুর গ্রামে এ সংঘর্ষ হয়। নিহতের নাম শম্ভু সূত্রধর (২৫), আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।