শ্রীমঙ্গল ৪৬ বিজিবির সাফল্যের ৯বছর অতিক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ৬:৩০ অপরাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজার ও হবিগঞ্জের সীমান্ত রক্ষার দ্বায়িত্বে নিয়োজিত ৪৬ বডার গার্ড ব্যাটালিয়ানের সাফল্যের ৯ম বছর পূর্তি উপলক্ষ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের।
দুপুর দেড়টায় শ্রীমঙ্গলস্থ ৪৬ ব্যাটালিয়নের সদর দপ্তরে কেক কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন পিএসসি। এ সময় স্বাগত বক্তব্য দেন ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল লে. কর্ণেল মো. ইকবাল। উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান, মৌলভীবাজার পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জামাল আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দে, মুক্তিযোদ্ধা বিরাজ সেন তরুন, ভাড়াউড়া ডিজিএম গোলাম মোহাম্মদ শিবলী ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।
৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক কর্ণেল লে. কর্ণেল মো. ইকবাল তার বক্তব্যে জানান, ব্যাটেলিয়ানটি প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সীমান্তে দৃঢ়তার সাথে কাজ করেছে। বর্তমানে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সীমান্তে সততা ও দক্ষতার সহিত কাজ করে চলছে। বিশেষ করে ৪৬ বিজিবির ক্যাম্পাসেই ৫২ বিজিবি ও ৫৫ বিজিবির প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। একই সাথে শ্রীমঙ্গল সেক্টর প্রতিষ্ঠাকালীন সমেয় সেক্টরের জন্যও সহায়ক ভূমিকা পালন করে। অনুষ্ঠানের ২য় পর্বে বিকেলে আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।