লিবিয়ায় বাংলাদেশি নার্সকে গণধর্ষণ করে হত্যা
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ৩:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
লিবিয়ার পূর্বাঞ্চলে বাংলাদেশি এক নার্সকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার বেনগাজি শহর থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
ওই নারীর নাম প্রকাশ করা হয়নি। তাবাল্লিনো জেলায় ওই নারীর নিজের ফ্ল্যাটে তাকে গণধর্ষণের পর ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। লিবিয়ার রেড ক্রিসেন্ট হেলথ ইন্সটিটিউশনসের আওতাধীন আবনে সিনা পলি ক্লিনিকে নার্স হিসেবে কর্মরত ছিলেন বাংলাদেশি ওই নারী।
সূত্র জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে অনুপস্থিত ছিলেন ওই নারী। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। একারণে তার সহকর্মীরা তার খবর নেয়ার জন্য তার বাড়িতে গেলে সেখানে তার মৃতদেহ দেখতে পান।
বেনগাজি কর্তৃপক্ষ এই বর্বর হত্যাকাণ্ড সম্পর্কে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। তবে সূত্রটি জানিয়েছে, ওই নারীকে প্রথমে কথিত সাহাওয়াতরা গণধর্ষণ করে। পরে তাকে হত্যা করে তার বাড়ি থেকে জিনিসপত্র ডাকাতি করে পালিয়ে গেছে। ওই নারীর মৃত্যু সম্পর্কে আবনে সিনা পলিক্লিনিকের তরফ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি।