দুর্ধর্ষ জঙ্গি তামিমের আস্তানায় যা যা মিললো
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৬, ২:৫২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘দেওয়ান বাড়ি’ থেকে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল একে-২২, পিস্তল, ধারালো অস্ত্র, দূরবীন, গ্রেনেড ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া কাউন্টার টেরোরিজম ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রাজধানীর গুলশান হলি আর্টিজেন বেকারি এবং কল্যাণপুরের ‘জাহাজ বাড়ি’ থেকেও একই ধরণের অস্ত্র উদ্ধার করা হয়েছিল। হলি আর্টিজান বেকারিতে জঙ্গিরা একে-২২ রাইফেল, নাইন এমএম পিস্তল ও হাতে তৈরি গ্রেনেড ব্যবহার করে। কল্যাণপুরেও জঙ্গিরা হাতে গ্রেনেডসহ ধারালো অস্ত্র ব্যবহার করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশের আইজি এ কে এম শহীদুল হক বলেন, দেওয়ান বাড়িতে নিহত তিন জঙ্গির সঙ্গে একে-২২ রাইফেল, পিস্তল, গ্রেনেড ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য জিনিস পাওয়া যায়।
শনিবার সকালে নারায়ণগঞ্জের ওই বাড়িতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট ও সোয়াট টিম।‘অপারেশন হিট স্ট্রং-২৭’ নামের ওই অভিযানে গুলশান হামলার মূল পরিকল্পনাকারী সিলেটের তামিম আহমেদ চৌধুরী নিহত হয়। তার সঙ্গে নিহত হয় দুই সহযোগী মানিক ও ইকবাল।