সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৬ আগস্ট ২০১৬, ১২:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ২ টায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নগরীর স্টেডিয়াম মার্কেট থেকে মিছিলটি শুরু করে রিকাবীবাজার পয়েন্টে সমাবেশে মধ্যে দিয়ে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্নার যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্যে রাখেন জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, জেলা ছাত্রদলের প্রথম সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ রুমেল, সিনিয়র ছাত্রদল নেতা সাহেদ বখত, আব্দুল জলিল, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিহাব উদ্দিন আহমেদ শিহাব, জামিল আহমদ তালুকদার, এহতেশামুল হক সবুজ, কাওসার মাহমুদ সুমন, আরব আলী লিটন, সুয়েব আহমদ, সাফায়েত হোসেন সাজ্জাদ, জুয়েল মাহমুদ, হেলিম খান মাসুদ, সজিবুর রহমান রুবেল, মেহেরাজ ভ্ইুয়া পলাশ, আমির আলী, জুনেদ আহমদ তালুকদার, মাজেদ আহমদ সামি, আফজাল চৌধুরী পাপ্পু, মোজাহিদ খান ইউনুস, সাদিক আহমদ মারজান, জুনেদ আহমদ, রাকিবুল হাসান হারুন, লিয়াকত আলী ইমন, আশরাফুল ইসলাম আশরাফ, আবির আহমদ মনিজুল, তাজুল ইসলাম তাজ, আমিন আহমদ, রুহেল তালুকদার, রাজা আহমদ, তাজ উদ্দিন তাজু, শেখ আরমান আহমদ, ফরহাদ আহমদ, আবুল হোসেন, শিপন আহমেদ, মো. মান্না, বদরুল ইসলাম, রবিউল আউয়াল শিপলু, বাদশা, রণক আহমদ, আবু সাঈদ আহমদ সাকিব, তাহমিদুল হক, প্রিন্স খান, জয়নাল আবেদীন রুহেল, সানি আহমদ, সাহেদ, টিপু, সাকিব, রিফাত চৌধুর, নাহিদ তালুকদার, ইসমাইল আহমদ প্রমুখ।