ছাতকে বখাটের উৎপাতে বিদ্যালয়ে যাওয়া বন্ধ এক স্কুল ছাত্রীর
প্রকাশিত হয়েছে : ২৩ আগস্ট ২০১৬, ১:৫৮ পূর্বাহ্ণ
ছাতক প্রতিনিধি ♦
ছাতকে এক জহিরুল ইসলাম জইরল নামের এক বখাটের উৎপাতে গত ৩দিন ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে এক স্কুল ছাত্রী। সে ছাতক শহরের চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। বখাটে জহিরুল উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত সবদর আলীর ছেলে। উক্ত ঘটনায় এলাকার স্কুল ছাত্রীদের অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে ঐ বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ইসলামপুর ইউপি পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান আব্দুল হেকিমসহ এলাকার ১শ’৩জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ থানায় দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে জানা যায়, ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে মৃত সবদর আলীর পুত্র বখাটে জহিরুল ইসলাম। মাদকসেবী জহিরুলের অত্যাচারে এলাকাবাসী অনেকটাই আতঙ্কিত। সে একই গ্রামের চন্দ্রনাথ উচ্চ বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির জনৈক স্কুল ছাত্রীকে এক মাস যাবৎ স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করছে। এতে ওই স্কুল ছাত্রী তার গত ৩দিন ধরে স্কুলে যাচ্ছে না।
এ ঘটনার প্রতিবাদে সম্প্রতি ঐ স্কুল ছাত্রীর পিতা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে লিখিত অভিযোগ দিলেও প্রতিকার পায়নি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইসলামপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হেকিম, ইউপি সদস্যসহ স্থানীয় মুরব্বীদের নিয়ে সালিশের ডাক দিলে জহিরুল তাতে উপস্থিত থাকেনি। পরে তার বিরুদ্ধে ১শ’৩জনের স্বাক্ষরিত অভিযোগ থানায় দেয়া হয়।
ছাতক থানার এসআই কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে বখাটে জহিরুলকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।