বালাগঞ্জে এক ব্যক্তি ২দিন ধরে নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২১ আগস্ট ২০১৬, ৮:৩৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সিলেটের বালাগঞ্জে সেলিম আহমদ(৩৮) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গত শনিবার রাত থেকে নিখোঁজ রয়েছে। তিনি উপজেলার বোয়ালজুর ইউপির রুপাপুর গ্রামের হাজী আব্দুল গফুরের ছেলে।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার বিকেলে বাড়ী থেকে পার্শ্ববর্তী কালীবাড়ী বাজারের উদ্দেশ্যে বের হয়ে রাত ১০টা পর্যন্ত সেলিম আহমদ বাড়ী না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজি করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে নিখোঁজের ছোট ভাই সাংবাদিক কবির আহমদ রোববার দুপুরে বালাগঞ্জ থানায় একটি (সাধারণ ডায়েরী নং-৬৪৭) করেছেন।