বিশ্বনাথের লামাকাজিতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১, আহত ১০
প্রকাশিত হয়েছে : ১৩ আগস্ট ২০১৬, ৭:২৩ পূর্বাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের বিশ্বনাথের লামাকাজীর কাজিবাড়ি এলাকায় বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছেন। নিহতের নাম সাদিক আহমদ (২৫)। তিনি ছাতক উপজেলার মালিকান্দি গ্রামের ইউনুছ আলীর ছেলে ও গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী।
শনিবার সকাল ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের উপজেলার লামাকাজী ইউনিয়নের কাজিবাড়ি এলাকা নামক স্থানে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরই মধ্যে গুরুত দুইজনের অবস্থায় আশংকাজনক বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় জনতা সিলেট-সুনামগঞ্জ সড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে শতশত গাড়ি আটকা পড়ে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
বিষয়টি নিশ্চিত করে লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, ঘটনাস্থলেই লেগুনা গাড়িতে থাকা ব্যবসায়ী সাদিক আহমদ নিহত হন। বাকি আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা গেছে, ছাতক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (সিলেট জ-১১-০৭২৬) ও সিলেট থেকে মালবাহি একটি লেগুনা (সিলেট-চ-১১-১৭৮৩) সিলেট-সুনামগঞ্জ রোডের কাজিবাড়ির পশ্চিমে ও সাহেবনগর গ্রামের পূর্বের স্থানে আসামাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাস-লেগুনা গাড়ি দুমড়ে-মুছড়ে যায়।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই বলেন, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। তবে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।