নর্থইস্ট বালাগঞ্জ কলেজে জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৬, ৬:৪৩ পূর্বাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধিঃ বালাগঞ্জ উপজেলার নর্থইস্ট বালাগঞ্জ কলেজে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী।
প্রভাষক এনামুল হক লস্করের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. তরিকুল ইসলাম তালুকদার, কলেজের ভূমিদাতা সদস্য হাজী মো. সাইস্তা মিয়া, কলেজ গভর্ণিংবডির সদস্য আব্দুল কাদির, হাবিবুর রহমান নেফুর, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির খসরু, যুবলীগ নেতা মইনুল ইসলাম সালেহ, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. জিলুর রহমান জিলু, বালাগঞ্জ কলেজের প্রভাষক হাজেরা বেগম, প্রভাষক নাজিম উদ্দিন, মুক্তি রাণী দাস, রমা সিংহা, নূরুল আমিন, ফরিদা বেগম, ফারজানা ববী, আমির হোসেন প্রমুখ।
সভায় জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়।