যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে আতশবাজির ঝলকানি, বিশ্বজুড়ে উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
মিশিগান প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের ২৪৯তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ৪ জুলাই শুক্রবার দেশ জুড়ে দেশের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য আত্মাহুতি দেয়া লোকজনকে শ্রদ্ধা জানিয়েছেন আমেরিকার লোকজন। আতশবাজি আর সপ্তাহান্তের ভ্রমণ নিয়ে মেতে উঠেছে আমেরিকার নগর জনপদ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রাজ্য ও নগর প্রধানরা বাণী দিয়েছেন। এবছর শুক্রবার ফোর্থ জুলাই থাকায় টানা তিনদিন ছুটি পেয়েছেন মার্কিনীরা। আমেরিকার বিভিন্ন রাজ্যে প্রতিবছর চোখ-ধাঁধানো আতশবাজি আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করেন মার্কিনিরা। ব্যয় করেন শত শত কোটি ডলার। এ দিনটির জন্য জীবন দেন ২৫ হাজার বিপ্লবী আমেরিকান এবং ২৭ হাজার ব্রিটিশ ও জার্মান সেনা।
প্রতি বছর জুলাই মাসের চার তারিখে যুক্তরাষ্ট্রের লাখ কোটি মানুষ আতশবাজি, শোভাযাত্রা আর দলবেঁধে ঘরের বাইরে রান্না করে খেয়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করে। বিশ্বের অন্যান্য দেশেও দিবসটি উদযাপিত হয়। গণতান্ত্রিক দেশগুলো তাদের নিজেদের ঐতিহ্য মেনে দিবসটির উদযাপন করে এবং যুক্তরাষ্ট্রের অন্তর্নিহিত স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানায়।