মাওলানা মহিউদ্দিন (রাহ:) ট্রাষ্টের মাসব্যাপী ইফতার আপ্যায়ন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২৪, ১১:৪৩ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি::
মাওলানা মুহিউদ্দীন (রাহ:) ট্রাস্ট গলমুকাপন ওসমানীনগর সিলেটের উদ্যোগে, ট্রাষ্টিরা ও নিজ আত্মীয়-স্বজন, পরচিতদের অর্থায়নে নিজস্ব বাবুর্চি দিয়ে ইফতার তৈরী করে ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ১৫টি মসজিদে ইফতার আপ্যায়ন কর্মসূচি সম্পন্ন করেছে।
যে সকল মসজিদে ইফতার আপ্যায়ন কর্মসূচি চলে সেগুলো হলো, ইশাগ্রাই মারকাজুল কুরআন জামে মসজিদ, শামসুল উলূম বল্লভপুর মাদ্রাসা জামে মসজিদ, কোনাপাড়া জামে মসজিদ, মাঁঝগাও জামে মসজিদ, ইসলামপুর জামে মসজিদ, জাকিরপুর জামে মসজিদ, গলমুকাপন দক্ষিণ পাড়া জামে মসজিদ, বেগমপুর বাজার জামে মসজিদ, ইশাগ্রাই পুরাতন জামে মসজিদ, মশাদিয়া জামে মসজিদ, মঙ্গলপুর জামে মসজিদ, বল্লভপুর পূর্ব পাড়া মসজিদ, কিয়ামপুর জামে মসজিদ, গলমুকাপন জামে মসজিদ এবং বানিয়াচং এক মাদ্রাসা জামে মসজিদ সমূহের মধ্যে প্রায় আাড়াই হাজার রোজাদারদের ট্রাষ্টের সদস্যদের সহযোগিতায় ইফতার আপ্যায়ন করানো হয়।
উল্ল্যেখ্য, গত ২৫ রমজান সর্বশেষ ইফতার মাহফিলে আয়োজন করা হয় গলমুকাপন জামে মসজিদে। ইউনিয়নের উলামায়ে কেরাম,৩ নং পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বিভিন্ন ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক ,মসজিদ সমূহের তারাবিহ নামাজের হাফিজ সাহেব, ইমাম- মুয়াজ্জিন সাহেবদের সম্মানে এক সুন্দর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ট্রাষ্টের সম্মানিত সদস্য মাওলানা শামীম আহমদ ও মোবাশ্বির আহমদ রাজুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ইফতার পূর্ব আলোচনা ও মোনাজাত পেশ করেন:- খলিফায়ে গহরপুরী আল্লামা মুখলিসুর রহমান কিয়ামপুী দা:বা:।
ট্রাষ্টের প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তরাজ্য প্রবাসী জনাব মামুন মুহিউদ্দীন দিকনির্দেশনায় বাংলাদেশ প্রতিনিধি মাও সাইফুদ্দিন মাজমুন ও সিনিয়র সমন্নয়কারী মাওলানা শামাীম আহমদ এর মাধ্যমে মাওলানা মুহিউদ্দীন রাহ. তাঁহার সহধর্মিণী, আত্বীয়-স্বজন, ও অর্থায়নকারীদের সবার মৃতদের রুহের মাগফিরাত কামনা ও জীবিতদের সুস্ততার সহিত দুনিয়া-আখেরাতের কামিয়াব দোয়া আবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন গলমুকাপন মাদ্রাসার প্রবীণ উস্তাদ ও জামে মসজিদের মুতাওয়াল্লী মাও.নছিরুদ্দীন, গলমুকাপন মাদ্রারাসার ছানী শায়খুল হাদীস হাফিজ মাও. আশরাফ আলী, বড় হাজিপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুহাদ্দিস মাও. মাহমুদুল হাসান সুনামগঞ্জি, জামেয়া দারুসসূন্নাহ গলমুকাপন মাদ্রাসার শিক্ষক মাও. শাহ আরিফ রব্বানী, কিয়ামপুর জামে মসজিদের ইমাম হাফিজ আকমল খাঁন, নিজ ইশাগ্রাই মারকাজুল কুরআন জামে মসজিদের ইমাম ও খতিম হাফিজ আজিজুল হক নোমান, হাজিপুর দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল বাতিন বিজু, মাঁঝগাও জামে মসজিদের ইমাম ও খতিব মাও. রশিদ আলী, মশাখলা নতুন পারা জামে মসজিদের ইমাম হাফিজ শিহাব আহমদ, দক্ষিন গাঁও জামে মসজিদের ইমাম মাও. জুবায়ের আহমদ, শেরপুর মাদ্রাসার শিক্ষক মাও. শামসুল ইসলাম, কোনাপাড়া মাদ্রাসার নাযিম মাও. ইমরান আহমদ রুবেল, গলমুকাপন মাদ্রাসার ক্বেরাত সেন্টারের ক্বারী নুর হুসাইন সাহেব, হাজিপুর মাদ্রাসা সেন্টারের কারী মাও. আব্দুর রশীদ সুহেব,ইশাগ্রাই জামে মসজিদের প্রধান ক্বারী সাদিকুর রহমান,গলমুকাপন জামে মসজিদের বয়স্কদের কুরআন শিক্ষা কোর্সের ক্বারী মাও.হাফিজুর রহমান, কিয়ামপুর নুরানি মাদরাসার ক্বারী মাও. আব্দুস সামাদ, মাঝগাও মসজিদের হাফিজ আব্দুর রহমান,জাকিরপুর জামে মসজিদের হাফিজ হাসান,কোনাপাড়া জামে মসজিদের ক্বারি হাসসান,বড় হাজিপুর মহিলা মাদ্রাসা ও ক্বেরাত সেন্টারের ক্বারী , মাও.সালেহ আহমদ,জুটুকোনা মসজিদের হাফিজ, মাও শামসুল আহমদ, গোড়াইয়া মসজিদের হাফিজ নাইম আহমদ, ইসলাপুর মসজিদের হাফিজ মইনুল,মুতওল্লী হাফিজ আব্দুল্লাহ কাপ্তান, সাইফুল আলম, গলমুকাপন মসজিদের ইমাম ও খতিব মাও. জালাল আহমদ, মুয়াজ্জিন হাফিজ মাও. ফয়জুল হক, ইশাগ্রাই পুরাতন মসজিদের ইমাম মাও.আইয়ুবআলী, বড় হাজিপুর জামে মসজিদের মুয়াজ্জিন মাও. জামাল আহমদ,দক্ষিন জামে মসজিদের মুয়াজ্জিন মাও আহসান, শাব্বির আহমদ প্রমুখ।
ট্রাস্টের সদস্যদের মধ্যে মইনুল ইসলাম মাশকুর, মাও. মুজাম্মিল আহমদ,মোজাক্কির আহমদ নাজু, মাওলানা নাইম, মাওলানা কাজী ওয়াসিম, মাওলানা ইমরান, মাও. বদরুল, মাস্টার জুনেদ আহমদ, মাও. সালাহউদ্দিন, মাও. ইনাব, মাও. হুমায়ুন কবির, আলবাব আহমদ, শাহান, হাসান, জাহাঙ্গীর, মুদাব্বির, জিয়াউর রহমান ও মোফাজ্জল আহমদ।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে মাসব্যাপী মাওলানা মহিউদ্দিন রাহ. ট্রাষ্টের কার্যক্রমের সমাপ্তি হয়।