দক্ষণি সুরমায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল র্টুনামন্টে সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৩, ১০:৩৬ অপরাহ্ণ
সুরমানিউজ ডেস্ক ::
দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
সোমবার (২৪ জুলাই) বিকেলে সিলাম বাদশাহী টিলা মাঠে খেলা শেষে বিজয়ী দলের হাতে বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ান সিলাম হযরত শাহ তৈয়র (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানার্স আপ ভাংগি সৈয়দ কুতুব জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল এবং বঙ্গমাতা গোল্ডকাপ চ্যাম্পিয়ান সিলাম হযরত শাহ তৈয়র (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ও রানার্স আপ খড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি সহকারি শিক্ষা অফিসার লুৎফুর রহমান, সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শাহ তৈয়র সরকারি (রহ.) সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি হাজী এম আহমদ আলী, চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল, বিশিষ্ট ক্রীড়া শিক্ষক আক্কাস উদ্দিন আক্কাই, হযরত শাহ তৈয়ব (রহঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবলি বেগম।
ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতী ফুটবলার ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা সিলেট এর সভাপতি মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিলাম ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বোধনী খেলায় অংশ নেয়।
এর আগে সোমবার সকাল ১১ টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য,দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শাহ তৈয়র সরকারি (রহ.)সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি হাজী এম আহমদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃতী ফুটবলার ও টুর্নামেনট পরিচালনা কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা সিলেট এর সভাপতি মোঃ নাসির উদ্দিন, হযরত শাহ তৈয়ব (রহঃ)সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবলি বেগম, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস,মোল্লারচক সরকরি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী দেব ডুংশ্রী ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপা অধিকারি, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান, ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ডালিম আহমদসহ সিলাম ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।