মাধবপুরে অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই
প্রকাশিত হয়েছে : ০৪ জুলাই ২০২৩, ৫:৩৫ অপরাহ্ণ
মাধবপুর প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায়, মঙ্গলবার (৪ জুলাই) সকাল এগারো ঘটিকায় উপজেলার মনতলা বাজারে প্রথমে রাসেল মিয়ার লেপতোশকের দোকানে আগুনের সূত্রপাত হয়, পরে পর্যায়ক্রমে শাহানূর শাহ্ এর ফ্রেন্ডস মিডায়া, রুমা হেয়ার কাটিং ও উজ্জ্বল মোবাইল সার্ভিসিং ও মোটরসাইকেল সার্ভিসিং এর দোকানে আগুন লেগে যায়।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুজিবুর রহমান চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। কিভাবে আগুন লেগেছে জানি না, তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আলাউদ্দিন জানান, আমি বাহিরে ছিলাম।খবর পেয়ে রওয়ানা হয়েছি, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারবো। মাধবপুর ফায়ার ব্রিগেড এর স্টেশন ইনচার্জ মনতুষ মল্লিক সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। কিভাবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্ত সাপেক্ষে বলতে হবে।