জামায়াত নেতার ভাতিজা আ’লীগের মনোনয়ন প্রত্যাশী!
প্রকাশিত হয়েছে : ২:৪৭:০৩,অপরাহ্ন ০৫ জানুয়ারি ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রত্যাশী সক্রিয় জামায়াত নেতার ভাতিজা জাবির আহমেদ জাবের।
প্রার্থী হতে তিনি মনোনয়ন বোর্ডে ইতিমধ্যে আবেদনও জমা দিয়েছেন। জাবির শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের পল্লী চিকিৎসক বশির আহমদের ছেলে ও বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান প্রার্থী জামায়াত শিবিরের সক্রিয় নেতা মাওলানা খাইরুল বাশারের আপন ভাতিজা।
জামায়াত নেতার ভাতিজার এমন আওয়ামীলীগের মনোনয়ন চাওয়া নিয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষুব্দ। এ বিষয়ে অভিযুক্ত জাবির আহমেদ জাবের জানাম, নৌকা প্রতীকের মনোনয়ন পেতে সোমবার আবেদন ফরম জমা দিয়েছি।
ছাত্র জীবনে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য। জামায়াতের রাজনীতির সঙ্গে আমার চাচা মাওলানা খায়রুল বাশারের সম্পৃক্ততা আছে কি না তা আমার জানা নেই।