পণ করেছো
প্রকাশিত হয়েছে : ১২:২৮:২২,অপরাহ্ন ১২ মার্চ ২০২১
জাগির হোসেন:
কত শত ধ্বনি উচ্চারিত হচ্ছে আজ
মসজিদের মাইকে, লোকালয়ে।
কত শত জনমানবের কাঁন্নার,
অশ্রুকণার টপ টপ শব্দে
কর্ণপ্রহরে ভেসে আসে
বার বার তুমি নেই, নেই..!
চারদিকে তাকিয়ে দেখ একবার,
নয়ন বুলিয়ে
বাতাসের কন্ঠে শুনছি আমি
তুমি নেই।
লোকালয়ে বলা-বলি,
আজ মেরাজের রজনি শুনি
কাল পবিত্র দিন।
এমন দিনের আশা করেছিলে,
হে প্রিয় তুমি।
কবি নজরুলের বানী পড়ে বুঝি,
করেছিলে পণ..!
সকালে ওঠে যেন দেখি,
আল্লার ঘর।
কত শত ধ্বনি উচ্চারিত হচ্ছে আজ
মসজিদের মাইকে, লোকালয়ে।
কর্ণপ্রহরে ভেসে আসে
বার বার তুমি নেই, নেই..!