মৌলভীবাজারে শুক্রবার আসছেন পরিকল্পনা মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল
প্রকাশিত হয়েছে : ৬:৩৫:১৩,অপরাহ্ন ১৭ ফেব্রুয়ারি ২০২১
আগামী শুক্রবার ১৯ ফেব্রæয়ারি মৌলভীবাজারে আসছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান ও বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিন।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান জানান,আগামী শুক্রবার সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মৌলভীবাজার পৌরসভার কোদালীছড়া ওয়াক ওয়ে, গাইড ওয়াল,লাইটিং ও সৌন্দযবর্ধন কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান এমপি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ.এম আমিন উদ্দিন।