বিক্রি করে দিয়েছিল প্রেমিক, ১০ বছর পর ফিরলেন ফাতেমা
প্রকাশিত হয়েছে : ৭:৪৮:২৭,অপরাহ্ন ২৯ জানুয়ারি ২০২১
সুরমা নিউজ :
চাঁদপুরের ফাতেমা। ভারতীয় প্রেমিকের হাত ধরে পালিয়ে যায় সেখানে। সেই প্রেমিক কিশোরী ফাতেমাকে সেখানে নিয়ে বিক্রি করে দেয়। দীর্ঘ ১০ বছর পর কারাগার হয়ে বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশ করলেন তিনি। তার সঙ্গে সিলেটের বিয়ানীবাজার শেওলা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন আরো ১৮ জন। ফাতেমা বলেন, সে আমাকে বিয়ে করার কথা বলে ভারতে নিয়ে যায়। পরে আমাকে বিক্রি করে পালিয়ে যায়।
ফাতেমাসহ এই ১৯ জন দেশের ১৬ জেলার বাসিন্দা। তাদের গ্রহণ করতে সিলেটে ছুটে যান স্বজনরা। আবদুর রহিম নামে এক স্বজন বলেন, আমার এক চাচা ভারত থেকে ফিরেছেন। তার জন্য এখানে এসেছি।
৫২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গাজী শহীদুল্লাহ জানান, ভারতের বিভিন্ন কারাগারে আরো অর্ধশত বাংলাদেশি বন্দি আছেন। তাদের শিগগিরই ফিরিয়ে আনা হবে। দুই দেশের সংশ্লিষ্ট সংস্থা বিষয়টি দেখছে।