হায়রে লন্ডন শান্তি নাই
প্রকাশিত হয়েছে : ১১:২৩:৪৩,অপরাহ্ন ০৬ নভেম্বর ২০২০
হাফিজ সালেহ আহমদ:
কদিন ধরে যে লকডাউন
হচ্ছে লন্ডন তাই,
বাসায় সবাই বন্ধি থেকে
মনে শান্তি নাই।
দোকান পাঠও সবি বন্ধ
কাজে কর্মে নয়,
করোনা যেই নষ্টের মূল’টা
আর কি প্রাণে সয়।
মানুষ অনেক মারা যাচ্ছি
শুনি শুধু হায়,
আপন জনকে ছেড়ে সবার
দুখে দিনটা যায়।
লকডাউন আর মহামারি
কি যে হলো বেশ,
করোনা সব ভরে গেছে
পৃথিবীর সব দেশ।