মা
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২০, ৯:৫৫ অপরাহ্ণ
মা যে চলে যাবে দূরে
বুঝিনি তো ঘুণাক্ষরে,
হারিয়েছি যে সম্বল
সাথী আমার অশ্রু জল।
প্রতি ক্ষণে করি আশীষ
মাকে প্রভু ভালো রাখিস।
মাফ করে সব ভুলভ্রান্তি
দান করো অসীম শান্তি।
জান্নাতে তার দিও ঠাঁই
তুমি ছাড়া কেউতো নাই।
মা যে আমার অতুলনীয়
তুমি আপন করে নিও।
মা ছিল যে মনের ছায়া
জড়িয়ে ছিল গভীর মায়া,
উপদেশ আর নসীহতে
মা ছিল মোর অগ্র পথে,
আজো কত মা জননী
দেখি আমি প্রতিদিনই
মিলে না যে মায়ের শিক্ষা
শিশুর ও নাই নৈতিক দীক্ষা…..
ওগো দয়াল সকল মাকে
মাফ করে দাও রহম-ডাকে।