মধুমাস
প্রকাশিত হয়েছে : ৩:৪৭:২২,অপরাহ্ন ২০ মে ২০২০
রানাকুমার সিংহ
ডিকশনারির স্বভাব মোটেই
রসিক তো নয় জানি
ওয়াটারের বাংলা বলে
জল অথবা পানি।
কিংবা যদি খুঁজে দেখি
‘অর্থ’ কাকে বলে
বেরসিক এই ডিকশনারি
টাকার কথা বলে।
চৈত্র মাসের অর্থ বলেই
ডিকশনারি হাসে
কাঠফাটা রোদ, মাটি চৌচির
হয় কি ‘মধুমাসে’!
চৈত্র যদি হয় মধুমাস
জ্যৈষ্ঠ তবে তেতো?
ডিকশনারির ধানাইপানাই
বুঝি না ছাই এতো!
কিন্তু দেখি আম-কাঁঠাল আর
জামের স্বাদে ভরা
জ্যৈষ্ঠ মাসই মধুর করে
আমার বসুন্ধরা!