ব্রিটেনে জীবন বাজি রেখে সেবা দিচ্ছেন বাংলাদেশিরা
প্রকাশিত হয়েছে : ০৫ এপ্রিল ২০২০, ৫:০৬ অপরাহ্ণ

সুরমা নিউজ :
পুরো বিশ্ব এখন লড়াই করে যাচ্ছে করোনা ভাইরাসের বিরুদ্ধে। যার নেতৃত্বে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তবে, এই যুদ্ধে ব্রিটেনজুড়ে নিজেদের জীবন বাজি রেখে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে শত শত বাংলাদেশি।
বাংলাদেশ থেকে ব্রিটেনে এসে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নিয়ে শত শত বাংলাদেশি কর্মরত রয়েছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসে। করোনার বিরুদ্ধে সম্মুখযুদ্ধে থাকতে পেরে গর্ববোধ করছেন তারাও। চিকিৎসাসেবা দিতে গিয়ে এখন পর্যন্ত বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেও সাহসের সঙ্গে লড়ে যাচ্ছেন অনেকে।
পোর্টসমাউথের কুইন আলেক্সজান্ড্রা হাসপাতালের জরুরি সেবা বিভাগের চিকিৎসক ডা. মামুন কবীর বলেন, প্রতিদিন আমাদের তাদের কাছাকাছি আসতে হয়, তাদের চিকিৎসা দিতে হয়। এমন পরিস্থিতিতে সাধারণের ভালোবাসা এক ধরণের শক্তি হিসেবে কাজ করে।
লন্ডনের কিং জর্জ হাসপাতালের ডা. হ্যাপি বড়ুয়া বলেন, বাংলাদেশ থেকে পড়াশুনা করে এসে এখানে মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত।
চিকিৎসকদের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদের সুস্থ করে তুলতে স্বাস্থ্যকর্মীরাও কাজ করছেন। রোগীরা যখন মৃত্যুর সাথে হেরে যায়, তখন বাস্তবতাকে মেনে নিলেও মন ছুঁয়ে যায় বিষাদে।
লন্ডনের কিংস কলেজ হাসপাতালের ইমার্জেন্সি টেকনিশিয়ান দেলোয়ার হোসেন দিলু বলেন, কোনো ওষুধ আবিষ্কার না হলেও চিকিৎসা দিয়ে যেতেই হবে। আমরা সেরকমটাই করছি।
করোনা সংকটকালীন সেবা দিয়ে যাওয়ার কৃতজ্ঞতা হিসেবে প্রতি বৃহস্পতিবার রাতে এক মিনিটের জন্য একসাথে হাততালির মাধ্যমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান ও উৎসাহ দিচ্ছেন ব্রিটেনবাসী।







