কমলগঞ্জে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২০, ৭:২৮ অপরাহ্ণ
স্বপন দেব, মৌলভীবাজার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) বিকাল ৪ টায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সিডিসি চেয়ারম্যান প্রধান শিক্ষক আব্দুল মতিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, কমলক্ুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, ডা.ইসমাইল হোসেন, ইউপি সদস্য মনিন্দ্র কুমার সিংহ, প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, একাডেমির সভাপতি শাপলা বেগম প্রমুখ।
গুড নেইবারস একে বাংলা স্কুলের প্রধান শিক্ষক সুরচন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. শ্রীনিবাস দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তরা নভেল করোনা ভাইরাস সম্পর্কে উপস্থিত সকলকে সচেতনত থাকতে উদ্বুদ্ধ করেন।