মিশিগানে এমবিসিএইচ’র গ্র্যান্ড কমিউনিটি ইফতারে বাংলাদেশিদের মিলনমেলা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৫:৩৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
মিশিগানে বাংলাদেশি কমিউনিটির ব্যাপক উপস্থিতিতে ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতির এক অপূর্ব দৃশ্যের দেখা মিলে এমবিসিএইচের ইফতার মাহফিলে। রোববার রাজ্যের ওয়ারেন সিটির মিফতাহ ইন্সটিটিউটে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন নন প্রফিট অর্গানাইজেশন এমবিসিএইচের বৃহৎ এই ইফতার আয়োজনে।
এমবিসিএইচের গ্র্যান্ড কমিউনিটি ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন আইওনা মসজিদের ইমাম মোস্তফা আলতুর্ক, আল ইহসান মসজিদের ইমাম ফখরুল ইসলাম, দারুল উলুম মিশিগানের ইমাম তাজ উদ্দিন, বাইতুল মোকাররম মসজিদের ইমাম শেখ আহমাদ কাশেম, ইসলামিক সেন্টার অব ওয়ারেনের ইমাম আব্দুল বাসেত এবং মসজিদ উসমান বিন আফ্ফানের ইমাম রিজওয়ান। পারস্পরিক মেলবন্ধনের এ আয়োজনে অফিশিয়াল ডেলিগেটস, ব্যবসায়ী, কমিউনিটির সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ প্রায় সহস্রাধিক বাংলাদেশি-আমেরিকান নারী-পুরুষের সমাগম ঘটে। গ্র্যান্ড ইফতারে হৃদয়ছোঁয়া নাশিদ পরিবেশন করে রেনেসাঁ কালচারাল গ্রুপ মিশিগান।
ইফতারে উপস্থিত হওয়ার পর উষ্ণ অভ্যর্থনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসী বাংলাদেশিরা। এরকম প্রাণবন্ত একটি ইফতার মাহফিলের আয়োজন করায় আগত অতিথিরা তারুণ্য নির্ভর এমবিসিএইচের প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানান।
এমন আয়োজন সবার মাঝে ভ্রাতৃত্ব, মানবতা ও সহমর্মিতার চেতনা জাগিয়ে তোলবে বলে আশা রেখে সমাপনী বক্তব্য রাখেন এমবিসিএইচ বোর্ডের হেড দেলোয়ার আনসার। এ সময় তিনি এডমিন, মডারেটর, স্বেচ্ছাসেবক, স্পন্সর ও আগত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।