মিশিগানে বামের ইফতারে আমেরিকানরা
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আমেরিকানদের নিয়ে এবার ইফতার ডিনার সম্পন্ন করলো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান।
যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ওয়ারেন সিটির আইওনা্র হলরুমে এই ইফতার ও ডিনার সম্পন্ন হয়। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন ফেডারেল, রাজ্য, কাউন্টি এবং স্থানীয় সরকার থেকে নির্বাচিত কর্মকর্তারা। অনুষ্ঠানে পবিত্র রমজানের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য উদযাপন করার পাশাপাশি সম্প্রদায় এবং নীতিনির্ধারকদের মধ্যে বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই এই ইফতার মাহফিলটি আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
ওয়ালি কবিরের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, এরপর সাবেক সেক্রেটারি এবং বর্তমান উপদেষ্টা সুমন কবির স্বাগত বক্তব্য রাখেন। এতে আগত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বামের সেক্রেটারি মোহাম্মদ খালেদ। এ সময় উপস্থিত ছিলেন বামের বোর্ড অব ট্রাস্টি মতিন চৌধুরী, ইকবাল ফয়েজ স্বপন এবং আহাদ মোহাম্মদ, উপদেষ্টা আহাদ আহমেদ, লুৎফুল বারি নিয়ন, আমিনুর রশিদ চৌধুরী, এবং এন ইসলাম শামিম। ইফতার আয়োজনে উপস্থিত অফিশিয়াল ডেলিগেটস ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দেন সংগঠনটির তাহমিদ হাসান চৌধুরী । এতে ইসলামিক স্কলার সৈয়দ খান রমজানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন। বামের সভাপতি জাবেদ চৌধুরীর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।