সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাট, ৩১৫ একর জমি জব্দ
প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামান ও পরিবারের সদস্যদের নামে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় থাকা দুইটি ফ্ল্যাট ও ৩১৫.৯৪ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ফ্ল্যাট ও জমির মোট দলিল মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা। যদিও বাস্তবে এর মূল্য আরও বহুগুণ বেশি হবে বলে জানা গেছে।
আজ রোববার দুর্নীতি দমন কমিশনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব। এদিন সংস্থাটির উপপরিচালক মো. মাহফুজ ইকবাল এসব সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন।
আবেদন সূত্রে জানা যায়, জব্দ হওয়া ফ্ল্যাট দুটি আরামিট সিমেন্ট লিমিটেডের পক্ষে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সাইফুজ্জামানের স্ত্রী রুকমীলা জামানের নামে। এ ফ্ল্যাট দুটি চট্টগ্রামের পাঁচলাইশ ও কোতয়ালি থানাধীন এলাকায় অবস্থিত। এছাড়াও জব্দ হওয়া ৩১৫.৯৪ একর জমি চট্টগ্রাম সদর ও আনোয়ারা উপজেলায় অবস্থিত।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতি ও অনিয়মের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে তিনি, তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তরের চেষ্টা করছেন। যা করতে পারলে ওই অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। ফলে, আদালত কর্তৃক উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।
গত ৫ মার্চ সাইফুজ্জামান চৌধুরীর ৩৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবে ৫ কোটি ২৬ লাখ ৮৩ হাজার টাকা জমা রয়েছে দুদকের আবেদন সূত্রে জানা যায়।
এর আগে গত ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি/অ্যাপার্টমেন্ট/জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি সম্পত্তি রয়েছে।