মিশিগানে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৫:৪৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজ্যের হ্যামট্রামেক সিটির আলাদিন সুইটস অ্যান্ড ক্যাফেতে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে দলটির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া সম্পন্ন হয়। দোয়ায় সাবেক প্রধানমন্ত্রী দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।
মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু। এতে সভাপতিত্ব করেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। ইফতারের আগ মুহুর্তে দোয়া পরিচালনা করেন আল ইহসান ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা ফখরুল ইসলাম।
ইফতার মাহফিলে জাতীয়তাবাদী দল বিএনপির সব অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ইফতারে অংশ নেয়া সবার প্রতি কৃতজ্ঞতা জানান মিশিগান বিএনপির নেতৃবৃন্দ।