মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার পাহাং রাজ্যের গটং জায়া ও বেনতং জেলায় অভিযান চালিয়ে ১৩১ বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এসময় ১২ জন নিয়োগকর্তা এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তদন্তে সহায়তার জন্য নোটিশ দেয়া হয়।
বুধবার (১২ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানান পাহাং অভিবাসন বিভাগের পরিচালক নুরসাফরিজা ইহসান।
আটককৃতদের মধ্যে ৪৮ জন বাংলাদেশি রয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ার ৫৫, মিয়ানমারের ১৬, থাইল্যান্ডের ৮, পাকিস্তানে ২ এবং মিশর ও চীনের ১ জন করে নাগরিক রয়েছেন।
নুরসাফরিজা জানান, কিছু নিয়োগকর্তা তাদের বিদেশি কর্মীদের জন্য অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) না করেই কাজ করিয়ে নিচ্ছিলেন যার ফলে আটক বিদেশি নাগরিকদের কাছে বৈধ পাস বা পারমিট ছিল না। তারা অতিরিক্ত সময় ধরে তারা মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
তিনি আরও জানান, ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ৬(১)(সি) এবং ১৫(১)(সি) ধারা (আইন ১৫৫) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯(বি) বিধি অনুযায়ী তদন্ত করা হচ্ছে।
এছাড়া, ১৯৬৬ সালের পাসপোর্ট আইন (আইন ১৫০) এবং ২০০৭ সালের মানব পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইনের অধীনেও মামলাগুলোর তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।
সংশ্লিষ্ট সকল অবৈধ অভিবাসীকে পরবর্তী পদক্ষেপের জন্য বেরার কেমায়ান ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।