সিলেট থেকে ইয়াবাসহ যুবক আটক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীর পীরমহল্লা লেচুবাগান কবরস্থানের সামনে থেকে ২০ পিস ইয়াবাসহ মানিক মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারী) রাতে এসআই পলাশ চন্দ্র দাশের নেতৃত্বে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে পূর্ব পীরমহল্লার লেচুবাগান কবরস্থানের সামনে থেকে তাকে আটক করে। আটক যুবক ছাতক উপজেলার গণেশপুর গ্রামের (বর্তমানে জয়নুল মিয়ার কলোনী, কানিশাইল) মৃত জবান আলীর ছেলে।
তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-৩১, তাং-২৭/০৯/২০২০খ্রিঃ) দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জেদান আল মুসা।