জকিগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত ব্যাক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১:০৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
জকিগঞ্জে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতের নাম মনওয়ার হোসেন। তিনি জকিগঞ্জের মামর খানী এলাকার আব্দুল মালিক ড্রাইভারের ছেলে।
উল্লেখ্য, শনিবার গ্রামের হাজী তৈয়ব আলী মাদ্রাসার সামনে ট্রানিং পয়েন্টে মোটরসাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে মনওয়ার হোসেন মাটিতে পড়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় প্রথমে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে মনওয়ারের অবস্থা আরো গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
আজ মঙ্গলবার সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।