সিলেটে ছিনতাইরোধে হার্ডলাইনে পুলিশ: এক সপ্তাহে গ্রেফতার ১১
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২০, ১:০৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট নগরীতে দিন দিন বেপরোয়া হয়ে ওঠছে অস্ত্রধারী ছিনতাইকারী। কখনো মোটরসাইকেল নিয়ে পথচারীদের আবার কখনো অটোরিকশায় চড়ে যাত্রীদের কাছ থেকে ছিনিয়ে নিচ্ছে টাকা, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিসিনপত্র। আর এতে বাধা দিলেই ওরা হিংস্র হয়ে ওঠছে।
গত ৭ ফেব্রুয়ারী ‘সিলেট নগরীতে যাত্রী ও হকারবেশে ভয়ঙ্কর ছিনতাইকারী’ শিরোনামে একটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ হয়। নড়েচড়ে বসে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এরপর ছিনতাইরোধে হার্ডলাইনে মাঠে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সর্বশেষ গত শুক্রবার ও শনিবার দুটি ছিনতাই ঘটনায় ৫ জনসহ এক সপ্তাহে ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, ছিনতাইকারীদের তালিকা ধরে মূলত অভিযান পরিচালনা করা হচ্ছে। গায়ে পোশাক থাকলে অনেক সময় ভ্রাম্যমাণ ছিনতাইকারীদের ধরা যায় না। তারা পুলিশ দেখলেই পালিয়ে যায়। আর এজন্য ভ্রাম্যমাণ ছিনতাইকারীদের ধরতে সাদা পোশাকে পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থা মাঠে কাজ করছে।
এসএমপি সুত্রে জানা গেছে, গত দেড় মাসে ৩৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানা পুলিশ ১০ জন, জালালাবাদ থানা পুলিশ দুইজন, এয়ারপোর্ট থানা পুলিশ ৬ জন, দক্ষিণ সুরমা থানা পুলিশ ৮ জন, শাহপরান থানা পুলিশ ৩ জন ও মোগলাবাজার থানা পুলিশ ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে স্বর্ণের চেইন, মোবাইল ফোনসেট ও নগদ টাকা জব্দ করা হয়।