সৌদি আরবে বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২:৫৬ অপরাহ্ণ
গোলাম কিবরিয়া, সৌদি আরব প্রতিনিধি:
সৌদি আরবের দাম্মামে নজরুল হক নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত সোমবার সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ দাম্মামে স্থানীয় তাদাওয়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার ছেলে মনির হোসেন জানান, গত ডিসেম্বরে তিনি ভিজিট ভিসায় সৌদিতে ছেলের কাছে বেড়াতে গিয়েছিলেন। গত এক সপ্তাহ আগে স্ট্রোক করার পর হাসপাতালে নিয়ে গেলে, আইসিউতে থাকা অবস্থায় মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নজরুল হকের বাড়ী ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর ডেমরায়। তার পাসপোর্ট নম্বর এফ বি ০২৫২৩১৯। নজরুল হকের মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন, তার স্বজনরা।