সিলেটের উন্নয়নে আইনজীবীদের সহযোগিতা চাইলেন মেয়র আরিফ
প্রকাশিত হয়েছে : ৯:৫০:৩৮,অপরাহ্ন ১২ ফেব্রুয়ারি ২০২০
সুরমা নিউজ:
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে সিলেট আইনজীবি সমিতির নব নির্ববাচিত কমিটি সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বিকেলে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে মেয়র আরিফুল হক সিলেট জেলা আইনজীবি সমিতির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান। এবং সিলেট সিটি করপোরেশনের উন্নয়নের আইনজীবি সমিতির সহযোগিতা কামনা করেন।
সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন সিসিকের উন্নয়ন অগ্রতি এবং নাগরিক সেবা দানে সিসিকের সকল কাযর্ক্রমে আইনজীবিদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক মো: ফজলুল হক সেলিম, যুগ্ম সম্পাদক মো: হুমায়ূন রশীদ শোয়েব, এম আর খান মুন্না, সমাজ সেবা বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, সহ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, রেদওয়ানুল ইসলাম, সহ সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো: আজমল হোসেন, লাইব্রেরী সম্পাদক মো: তানভীর আখতার খান, সহ সম্পাদক আবু ফাহাদ, সহ নির্বাচন কমিশনার মো: লিয়াকত আলী ও প্রধান নির্বাচন কশিশনার মো: এমদাদুল হক।