সিলেটের সাথে কানাইঘাটের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৯, ১১:১৮ অপরাহ্ণ
কানাইঘাট সংবাদদাতা :
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কানাইঘাটে সুরমা নদীর পানি অব্যাহত ভাবে বাড়ছে। শনিবার (১৩ জুলাই) দুপুর ১টা পর্যন্ত কানাইঘাট সুরমা নদীর পানি বিপদ সীমার ১৬৭ সে. মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে বন্যার পানি পৌর শহরের নিম্নাঞ্চল ও উপজেলার সবকটি ইউনিয়নের ঢুকে পড়েছে। ফলে কানাইঘাট পৌরসভার করচটি নামক স্থানে কানাইঘাট-দরবস্ত রাস্তার একটি বেইলী ব্রিজ ও রাস্তার বিভিন্ন স্থান পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। পৌর শহরের কানাইঘাট বাজারে নদীর পানি ঢুকে কোমর পানি হওয়ায় ব্যবসায়ীরা আতংকে রয়েছেন। এছাড়াও উপজেলার বেশ কয়েকটি স্থানে সুরমা ডাইক ভেঙ্গে গিয়ে গ্রামে প্রবেশ করছে পানি।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, লক্ষীপ্রসাদ পূর্ব ও পশ্চিম ইউপির উত্তর লক্ষীপ্রসাদ, দক্ষিণ লক্ষীপ্রসাদ, আসামপাড়া, নিহালপুর, বাজেখেল, মেছা, কান্দলা, সতিপুর গ্রাম সহ বিভিন্ন গ্রামে বানের পানে ঢুকে পড়ায় বেশ কয়েকটি পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে আউশ ধানের মাঠ ও আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। নদীর তীরবর্তী বসবাসরত লোকজনের মধ্যে হঠাৎ করে সুরমা ও লোভা নদীর পানি বেড়ে যাওয়া আতংক দেখা দিয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া সুলতানা শনিবার বিকেলে কানাইঘাটের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা গেছে।