সুনামগঞ্জে ভাইকে গলাকেটে হত্যা, আটক ৬
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০১৯, ১১:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিজ বসত ঘর থেকে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে সৎ ভাইসহ ৬ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে সদর ইউনিয়নের মাইঝখলা গ্রামের মকদ্দছ আলীর ছেলে আবিজ আলী (৪৫) কে নিজ বসত ঘরে রাতে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।
শুক্রবার সকালে পাশ্ববর্তী বাড়ীর লোকজন তার মৃত মরেদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরেদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
আটককৃতরা হল, মাইঝখলা গ্রামের মোমেন উদ্দিনের ছেলে মাঈন উদ্দিন ও জসিম উদ্দিন, নিহত ব্যক্তির সৎ ভাই ছাতক উপজেলার রংপুর গ্রামের আব্দুল আজিজ (৪০), আব্দুল আওয়াল (৩৫), আবুল কাশেম (৩২) , ফয়জুর রহমান(৩০)।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। আটকৃতদের তথ্য মতে হত্যায় ব্যবহৃত ধারালো দা বিকেলে উদ্ধার করা হয়েছে।