সিলেটে ফের টিলা ধ্বস, নিহত ১
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০১৯, ৫:৫০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শাহ আরফিন টিলায় মাটি ধ্বসে আবারো ১ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক হলেন উপজেলার ছনবাড়ি গ্রামের ধন মিয়ার ছেলে আবু সাইদ (৩০)।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিকাডহর গ্রামের মৃত মনফর আলীর ছেলে সোহরাব আলীর গর্তে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ফখর উদ্দীন ও ইমাম হোসেন নামে আরো ২ শ্রমিক আহত হয়েছেন। তারা ছাতক উপজেলার নিজগাঁও গ্রামের বাসিন্দা। তাদেরকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে ফখর উদ্দীনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কোম্পানীগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার খায়রুল বাশার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ৬ মার্চ বিকেলে শাহ আরেফিন টিলায় মাটি ধ্বসে এক শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকের নাম আক্কেল আলী (২৫)। তিনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মজনু মিয়ার ছেলে।