ওসমানীনগরে খাদিমপুর ইসলামি যুব সংস্থা ইউকে’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৭, ১:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদিমপুর পূর্ব পাড়া ইসলামি যুব সংস্থা ইউকে’র পক্ষ থেকে বুধবার সকালে উপজেলার উমরপুর ইউপির খাদিমপুর পুরান বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
শায়েস্তা বিবির সভাপতিত্বে ও আজিজুর রহমান নানুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাদিমপুর পূর্ব পাড়া ইসলামি যুব সংস্থা ইউকের সভাপতি নূরুল হক নজরুল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংস্থার কোষাধ্যক্ষ রেজওয়ান নূর, সমাজসেবী শওকত আহমদ সায়মন, আব্দুল খালিক, জিুতু মিয়া, আওলাদ আলী মাস্টার, জাবেদ আহমদ ও আজিজুর রহমান। এ দিকে একই দিন অর্জিনেল খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউ,কে) এর উদ্যোগে উপজেলার খাদিমপুর নিউ মার্কেটে গরীব ও অসহায়দের মধ্যে ত্রান বিতরন করা হয়।
অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন, এসোসিয়েশন সাধারণ সম্পাদক নুরুল হক নজরুল, সাংস্কৃতিক সম্পাদক রেজওয়ান নুর, কোষাধ্যক্ষ আমির ইসলাম সিতু, অর্গানাইজার সেক্রেটারি সামাদ আলী। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, সমাজসেবী রাফিক আলী, ফারুক মিয়া, শওকত আহমদ সায়মন, হুসাইন আহমদ (সইল), জিতু মিয়া, আব্দুল খালিক (মেম্বার), সফিক মিয়া, আজিজুর রহমান নানু, শাহ আলম, সুহাদ আহমদ, জাবেদ আহমদ ও কিরন আহমদ।
এলাকার ২শতাধিক গরীব ও অসহায় পরিবারের মধ্য ১৫ কেজি চাল, ৫লিটার তেল, ৫ কেজি পিয়াজ, ১ কেজি ডাল ত্রান সামগ্রী হিসেবে বিতরন করা হয়।