৫ পদে ৮ জন নিয়োগ দেবে সিলেট মহানগর পুলিশ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৭, ৩:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট মেট্রোপলিটন (এসএমপি) পুলিশে পাঁচ ধরনের পদে আটজনকে এই নিয়োগ দেওয়া হবে।
কম্পিউটার অপারেটর
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা সমমান ডিগ্রি। বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেশি। এই পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন
নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। উক্ত পদে একজনকে নিয়োগ দেওয়া হবে।
বেতন
নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের।
লস্কর
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন
আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেওয়া হবে।
ওজনদার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন
আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেওয়া হবে।
গ্রিজার
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা অষ্টম শ্রেণি পাস হতে হবে।
বেতন
আট হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা দেওয়া হবে।
আবেদনের বয়স
আবেদনকারীদের বয়স ১৭ আগস্ট-২০১৭-এর মধ্যে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজসহ আগামী ১৭ আগস্ট ২০১৭-এর মধ্যে এসএমপির সদর দপ্তরে সরাসরি সরকারি ডাকযোগে পাঠাতে পারবেন। কোনো আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হবে না।