সিলেট বিএনপির কর্মীসভা : যোগ দিবেন আমির খছরু মাহমুদ
প্রকাশিত হয়েছে : ০৩ মে ২০১৭, ১:০৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশব্যাপী সাংগঠনিক টিমের সফর উপলক্ষে সিলেটে কর্মীসভার আয়োজন করা হয়েছে। ওই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ওই কর্মীসভা ঘিরে আজ বুধবার থেকে প্রচারণা শুরু করতে পারেন দলটির সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
জেলা বিএনপির উদ্যোগে আগামী ৭ মে রবিবার বিকাল ৩টায় এবং সিলেট মহানগর বিএনপির উদ্যোগে ৮ মে সোমবার সকাল সাড়ে ১০টায় কর্মীসভা অনুষ্ঠিত হবে।
দু’দিনের পৃথক দুটি কর্মীসভা নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে। পৃথক দুটি কর্মীসভাতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্র গঠিত সাংগঠনিক টিমের প্রধান (সিলেট জেলা ও মহানগর অংশ) আমির খসরু মাহমুদ চৌধুরী।
উক্ত সম্মেলনে যথাসময়ে উপস্থিত থেকে উক্ত কর্মী সভা দুটিকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ- কর্মী সভা দুটি সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।