যেকোনো মুহূর্তে অভিযান : ঘটনাস্থলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম
প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০১৭, ৫:২৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজঃ ২৬ ঘন্টার বেশি পেরিয়ে গেলেও জঙ্গিরা আত্মসমর্পন করেনি । ভোর এখন সাড়ে পাঁচটা চারিদিকে সুনসান নিরবতা । দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ ঘিরে এখনো উৎকন্ঠায় সারাদেশ। প্রস্তুতি সম্পন্ন হলেও এখনো ‘চুড়ান্ত অভিযান’ শুরু হয়নি। তবে ঘটনাস্থলে উপস্থিত একাধিক সূত্রের ধারনা, আতিয়া মহলে’ যেকোনো মুহূর্তে অভিযান শুরু হতে পারে। আর তাই প্রস্তুতির অংশ হিসাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের চিকিৎসকদের প্রস্তুত রাখা হয়েছে।
কিন্তু ভবনগুলোতে জিম্মি ২৯ পরিবারের সদস্যদের উদ্ধারের বিষয়টি চিন্তা করে অভিযান কিছুটা বিলম্বিত হতে পারে বলেও জানিয়েছে অন্য একটি সূত্র। এসব নিয়ে শিববাড়ি এলাকায় উপস্থিত জনতার মধ্যে চলছে জল্পনা কল্পনা। রাত সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
এদিকে রাতেও ঘটনাস্থলে উৎসাহী জনতার ভীড় তেমন একটা কমেনি। সবাই শংকা আর উৎকন্ঠার মধ্যদিয়ে চুড়ান্ত অভিযানের অপেক্ষায় আছেন। অভিযানের জন্য ‘সোয়াত’ সদস্যদের সঙ্গে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যদেরও প্রস্তুত করে রাখা হয়েছে। তারা বাসার চারপাশে অবস্থান করছিলেন। বাড়িটির ৫তলা ও ৪তলা দু’টি ভবনের সবক’টি ফ্লাটে ২৮টি পরিবার জিম্মি অবস্থায় রয়েছে।