সিলেটের শিববাড়িতে নারী জঙ্গি মর্জিনা, প্রাণ কোম্পানির পরিচয়ে বাসা ভাড়া
প্রকাশিত হয়েছে : ২৪ মার্চ ২০১৭, ১১:৫৬ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
সিলেট দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা সহ একাধিক জঙ্গি রয়েছে। ঢাকা-চট্টগ্রামের ওই অভিযানের পর আটককৃত বিভিন্ন জঙ্গিদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার রাত থেকে শিববাড়ি এলাকার ৫তলা বাড়িটি ঘিরে রাখে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।
এদিকে ‘প্রাণ’ কোম্পানির অফিসার পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিলেন জঙ্গিরা বলে জানিয়েছেন ওই বাড়ির মালিক। দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ওই বাড়ির মালিক উস্তার আলী জানিয়েছেন এমন তথ্য।
উস্তার আলী জানান, গত জানুয়ারিতে কাওসার আহমদ নামক ওই ব্যক্তি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার সময়ে জানিয়েছিলেন প্রাণ কোম্পানির অডিট অফিসার হিসেবে কর্মরত তিনি। কাওসার আহমদের স্ত্রীর নাম মর্জিনা বলেও জানান উস্তার আলী।
উল্লেখ্য, শুক্রবার সকালে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে ওই বাড়িতে নারী জঙ্গি মর্জিনা ও একাধিক জঙ্গি রয়েছে।